Site icon Jamuna Television

পরিবহন ধর্মঘটে সারাদেশে দুর্ভোগ

সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। এ কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে। আজও সকাল থেকে বিভাগীয় ও জেলাশহরগুলো থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। চলতে বাধা দেয়া হচ্ছে রিকশা-ভ্যানসহ অন্য পরিবহনগুলোকেও। ফলে চরম ভোগান্তি আর অনিশ্চয়তার মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছতে হচ্ছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে।

যাত্রীদের অভিযোগ, চরম দুর্ভোগে পড়লেও এখন পর্যন্ত প্রশাসনের কোন পদক্ষেপ নেই। সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবি আদায়ে গতকাল থেকে ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা।

Exit mobile version