Site icon Jamuna Television

রাফা ছেড়েছে ৬ লাখ ফিলিস্তিনি

গাজা উপত্যকার রাফায় ইসরায়েলি অভিযান জোরদারের পর ১০ দিনে অঞ্চলটি ছেড়েছে প্রায় ৬ লাখ ফিলিস্তিনি। বৃহস্পতিবার (১৬ মে) এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। খবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার।

বিরতিহীন হামলার জেরে প্রাণ বাঁচাতে ছুটছে সাধারণ মানুষ। খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি, দেইর আল বালাহসহ মধ্য ও উত্তরের বিভিন্ন গন্তব্যের পথে ফিলিস্তিনিদের ঢল। যুদ্ধবিধ্বস্ত অনেক এলাকায় নতুনভাবে তাঁবু টাঙিয়ে মাথা গোজার ঠাঁই তৈরি করছে তারা। খাবার, পানিসহ বেঁচে থাকার ন্যুনতম সুবিধার অভাবে মানবেতর পরিস্থিতিতে বাস্তুচ্যুতরা।

আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই রাফায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যেখানে আশ্রয় নিয়েছিলো ১৫ লাখের বেশি ফিলিস্থিনি। বিমান হামলা জোরদারের পাশাপাশি চলছে স্থলাভিযানও। প্রতিনিয়ত অঞ্চলটি ছাড়ার জন্য নির্দেশনা দেয়া হচ্ছে আশ্রিতদের।

/এএম

Exit mobile version