Site icon Jamuna Television

লেস্টার সিটি ক্লাবের চেয়ারম্যান হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত

হেলিকপ্টার দুর্ঘনটায় নিহত হয়েছেন লেস্টার সিটি ক্লাব চেয়ারম্যান ভিচাই শ্রীভাথানাওয়ার। তার নিহত হবার খবর নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিবৃতি দিয়েছে লেস্টার।

শনিবার ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টার সিটি আর ওয়েস্টহ্যামের ম্যাচ দেখে ফেরার সময় হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হন ক্লাবটির স্বত্তাধিকারি ভিচাই শ্রীভাথানাওয়া।

দুর্ঘটনায় পাইলট, তার দুই সহকারিসহ আরও এক আরোহি নিহত হন। ক্লাব চেয়্যারম্যানের এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে লেস্টার ক্লাব কর্তৃপক্ষ ও সমর্থকদের মাঝে। ২০১০ সালে লেস্টার সিটির মালিকানা কিনে নেন থাই ব্যবসায়ি শ্রীভাথানাওয়া। এরপর ২০১৬ সালে ক্লাব ইতিহাসে প্রথমবার লিগ চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব দেখায় লেস্টার।

Exit mobile version