Site icon Jamuna Television

১ কোটি ২৯ লাখ ৮০ হাজার পশু কোরবানির জন্য প্রস্তুত আছে: প্রাণিসম্পদ মন্ত্রী

এবার ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। তিনি বলেছেন, সামগ্রিক অর্থেই আসছে কোরবানির সকল প্রস্তুতি সন্তোষজনক। পশুর হাট, পশু পরিবহন, নিরাপত্তা ও ডিজিটাল হাটে মনিটরিংসহ সবকিছুই ঠিকঠাক আছে বলে জানান মন্ত্রী।

বৃহস্পতিবার (১৬ মে) কোরবানির প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে সমন্বয় সভা শেষে জানান আবদুর রহমান। তিনি জানান, পশুর হাটে ব্যাপারি বা খামারিরা কো্নো হয়রানির শিকার হলে কন্ট্রোল রুমের সহায়তা নিতে পারবেন।

মন্ত্রী জানান, গরুর হাট আধুনিকায়ন হবে। সীমান্ত পথে মনিটরিং জোরদার করা হবে। স্থানীয় সরকার বিভাগ নিরাপত্তা, পানি, টয়লেট, পশুর স্বাস্থ্য বিষয়ক ব্যবস্থা নিবে। জাল টাকা চিহ্নিতের উপায় থাকবে হাটে হাটে। সড়ক-মহাসড়কে যেন হাট না বসে, সে ব্যবস্থাও থাকবে।

প্রাণিসম্পদ অধিদফতরে আয়োজিত এ সভায় অংশ নেন, স্থানীয় সরকার বিভাগ, পুলিশ, বাংলাদেশ ব্যাংক, খামার মালিকদের প্রতিনিধিরা। অনলাইনেও যোগ দেন অন্যান্য কর্তৃপক্ষের অনেকেই।

এটিএম/

Exit mobile version