Site icon Jamuna Television

দুই মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নতুন সচিব নিয়োগ

ফাইল ছবি।

বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ মে) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত সচিব পদমর্যাদার মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়্যারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দারকে পদোন্নতি দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

অপরদিকে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান খানকে পদোন্নতি দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। এ আদেশ আগামী ১৯ মে থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

/আরএইচ

Exit mobile version