Site icon Jamuna Television

‘কেন্দ্রীয় ব্যাংকের বারবার নীতি পরিবর্তনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে’

ঘন ঘন নীতির পরিবর্তন করছে কেন্দ্রীয় ব্যাংক। যা ব্যবসায় অস্থিরতা বাড়াচ্ছে বলে মনে করে বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)। এছাড়া ব্যাংক ঋণের সুদহার উন্মুক্ত করার ফলেও উদ্বেগ বাড়ছে।

বৃহস্পতিবার (১৬ মে) বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে দুই ঘণ্টার সভা শেষে ব্যবসায়ীরা জানান, ঋণের সুদহার বাড়ছে; তা নিয়ন্ত্রণ করা দরকার। ডলারের দাম ১৭ টাকার মধ্যে নিয়ে আসতে হবে। এখনও স্বাভাবিক হয়নি বাজার। এখনও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে মার্কিন এই মুদ্রা।

ব্যবসায়ীরা জানান, অর্থনীতিতে স্থিতিশীলতা না আনা গেলে স্থবির হবে বিনিয়োগ। এতে কর্মসংস্থান বাড়বে না। বরাবরের মতোই ব্যবসায়ীদের সমস্যা শুনে তা সমাধানে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর।

/এনকে

Exit mobile version