Site icon Jamuna Television

ইসরায়েলি ট্যাংক ধ্বংসের ভিডিও প্রকাশ করলো হামাস

ইসরায়েলি ট্যাংক ধ্বংসের নতুন ভিডিও প্রকাশ করলো হামাস। বৃহস্পতিবার (১৬ মে) হামাস যোদ্ধাদের ট্যাংক ধ্বংসের ভিডিও প্রকাশ করে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড।

গোষ্ঠীটি জানায়, উত্তর গাজার জাবালিয়া এলাকায় ধ্বংস করা হয়েছে ট্যাংকটি। রাফায় ইসরায়েলি সেনারা অভিযান শুরু করার পরই গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে হামাস। ধ্বংস করেছে বেশকয়েকটি ট্যাংক। পাশাপাশি, ইসরায়েলি সেনাদের ওপরও হামলা চালাচ্ছে স্নাইপার যোদ্ধারা। এসব হামলার বেশকয়েকটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৬ মে) জাতিসংঘ জানায়, গাজা উপত্যকার রাফায় ইসরায়েলি অভিযান জোরদারের পর ১০ দিনে অঞ্চলটি ছেড়েছে প্রায় ৬ লাখ ফিলিস্তিনি।

/এএম

Exit mobile version