Site icon Jamuna Television

কুষ্টিয়ায় বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। গতরাতে জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, বিজিবির টহল দলকে লক্ষ্য করে চোরাকারবারিরা গুলি ছোঁড়ে। বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়। অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে হাইদুল নামে একজনের লাশ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, হায়দুল চোরাচালানের সাথে জড়িত ছিলো। তার বাড়ি জামালপুর গ্রামে।

Exit mobile version