Site icon Jamuna Television

আরসার তৎপরতা নিষ্ক্রিয় করতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব

রোহিঙ্গা ক্যাম্পগুলোর ঘিরে আরসার তৎপরতা নিষ্ক্রিয় করতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব। সেইসঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে যৌথ অভিযানেও প্রস্ততি রয়েছে।

শুক্রবার (১৭ মে) সকালে রাজধানীর কাওরান বাজারে আলোচিত নড়াইলের সাবেক ইউপি চেয়ারম্যান সিকদার মোস্তফা কামালের নৃশংস হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেফতার বিষয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানায় সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

নড়াইলের সাবেক ইউপি চেয়ারম্যান হত্যাকাণ্ড বিষয়ে র‍্যাবের এই কর্মকর্তা জানান, প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় সাবেক ইউপি চেয়ারম্যান সিকদার মোস্তফাকে। ২০২২ সালে লিপন গ্রুপের সঙ্গে এক সংঘর্ষের পর এ পরিকল্পনা করে প্রতিপক্ষরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে নেয়। সংবাদ সম্মেলনে সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এটিএম/

Exit mobile version