Site icon Jamuna Television

বাসাবোতে ১০ তলা ভবন থেকে পড়ে নিহত ২

রাজধানীর বাসাবোতে একটি নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়ে আইসিউউতে আছেন।

শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে বাসাবো মায়াকানন মসজিদের পেছনে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন– আলতাফ হোসেন (৪০) ও অন্তর (২৫)। আহত মফিজুল ইসলাম (২০) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।

সবুজবাগ থানার ওসি প্রলয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাজ করার সময় ১০ তলা ভবন থেকে নিচে পড়ে তিনজন শ্রমিক আহত হন। তাদের মধ্যে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে এবং একজন আইসিইউতে রয়েছেন।

/এএম

Exit mobile version