Site icon Jamuna Television

জামাতুল আনসারের প্রধান অস্ত্র সরবরাহকারী গ্রেফতার, দেয়া তথ্যের ভিত্তিতে অস্ত্রও উদ্ধার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার আল হিন্দাল শারক্বীয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী আব্দুর রহিমকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গত বুধবার (১৫ মে) রাতে গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে গোয়েন্দারা।

শুক্রবার (১৭ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটিটিসির প্রধান আসাদুজ্জামান।

সংবাদ সম্মেলনে এ পুলিশ কর্মকর্তা বলেন, আব্দুর রহিম জঙ্গি সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় ট্রেনিং শুরুর আগে থেকে সংগঠনটির জন্য অস্ত্র সংগ্রহ করে আসছিল সে। বেশিরভাগ সময় পাহাড়ে অবস্থান থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর লাগাতার অভিযানের কারণে সে পাহাড়ে অস্ত্র লুকিয়ে রেখে সমতলে এসে আত্মগোপন করে।

জামাতুল আনসার আল হিন্দাল শারক্বীয়া ছাড়াও অন্য জঙ্গি সংগঠনকে আব্দুর রহিমের অস্ত্র সরবরাহের কথা ছিল বলেও জানান অতিরিক্ত পুলিশ কমিশনার আসাদুজ্জামান।

/এমএন

Exit mobile version