Site icon Jamuna Television

নাইজেরিয়ায় মসজিদের দরজা লাগিয়ে আগুন!

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো রাজ্যের গেজাওয়া এলাকায় একটি মসজিদে আগুনে পুরে মারা গেছেন অন্তত ১১ জন। আহত হয়েছেন অন্তত কয়েক ডজন। বৃহস্পতিবার (১৭ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন একজন ব্যক্তি মসজিদের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন। এরপর পেট্রল ছিটিয়ে আগুন লাগিয়ে দেন। সেই সময় মসজিদের ভেতরে আটকে পড়েন প্রায় ৪০ জন মুসল্লি।

পুলিশ বলছে, সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ হামলার সূত্রপাত হয়। এ ঘটনায় ৩৮ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

/এআই

Exit mobile version