Site icon Jamuna Television

ইভিএম ব্যবহারের সুযোগ রেখে আরপিও সংশোধনের প্রস্তাব অনুমোদন

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহারে সুযোগ রেখে গ্রণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও সংশোধনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

পরে মন্ত্রিপরিষদ সচিব জানান, ইভিএম মেশিন একেবারে আলাদ একটি মেশিন। যার সাথে ইন্টারনেট কিংবা অন্য কোনো কম্পিউটার যুক্ত থাকবে না। ফলে এটি হ্যাক করা অসম্ভব। নির্বাচন সংশ্লিষ্ট কেউ কারচুপি করলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে এই বিধানে। এটি অর্ডিন্যান্স হিসেবে জারি করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

নির্বাচনে ইভিএম কি পরিমাণ ব্যবহার হবে তা নির্বাচন কমিশনের এখতিয়ার বলেও জানান তিনি। আরপিওতে মনোনয়নপত্র দাখিল বিষয়েও কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রার্থীরা এখন অনলাইনেও মনোনয়ন দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র দাখিলের সাতদিন আগে খেলাপি ঋণ পরিশোধের যে নিয়ম ছিলো তা কমিয়ে এখন মনোনয়ন দাখিল পূর্ব পর্যন্ত করা হয়েছে। এছাড়া আগামী বছরের সরকারি ছুটির তালিকাও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।

Exit mobile version