Site icon Jamuna Television

সিপিবির সাবেক সভাপতিকে ধর্ম মন্ত্রণালয় হজে পাঠায়নি: ধর্মমন্ত্রী

ফাইল ছবি

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, সিপিবির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খানকে ধর্ম মন্ত্রণালয় হজে পাঠায়নি। শুক্রবার (১৭ মে) রাজধানীর বিজয় নগরে একটি হোটেলে সার্ক কালচারাল ফোরাম আয়োজিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মঞ্জুরুল আহসান খান হজে যেতে চান; সেজন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। এরপর সেই আবেদন বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী প্রদত্ত খরচে তিনি হজে গেছেন। ধর্ম মন্ত্রণালয় তাকে হজে পাঠায়নি।

তিনি বলেন, বৈধ সকলেই হজে যেতে পারবেন। ভিসা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। গতবছরের চেয়ে হজের খরচ এবার কমেছে। বিশ্ব পরিস্থিতি বিবেচনায় আগামীতে না-ও কমতে পারে।

আলোচনায় দেয়া বক্তব্য ধর্মমন্ত্রী বলেন, আমরা আগে ভিক্ষুক জাতি ছিলাম আগে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন নানা খাতে স্বনির্ভর।বাংলাদেশ এখন বিশ্বব্যাপী উন্নয়নের রোল মডেল।

/এনকে

Exit mobile version