Site icon Jamuna Television

মাত্র ১২ সেকেন্ডে ২৫ মিলিয়ন ডলার ক্রিপ্টো চুরি দুই ভাইয়ের

মাত্র ১২ সেকেন্ডে ২৫ মিলিয়ন ডলার ক্রিপ্টো মুদ্রা চুরির অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। অভিযুক্ত দুই ভাই ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে সম্প্রতি পড়াশোনা শেষ করেছিলেন। এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত দুই ভাইয়ের মধ্যে একজন হলেন ২৪ বছর বয়সী আন্তন পেরেইর-বুয়েনো এবং অন্যজন ২৮ বছর বয়সী জেমস পেরেইর-বুয়েনো।

অভিযোগ রয়েছে, ২০২৩ সালের এপ্রিলে, ক্রিপ্টো মুদ্রার গতিবিধি পরিবর্তন করে মাত্র ১২ সেকেন্ডের মধ্যেই ব্যবসায়ীদের কাছ থেকে লুট করে নেন এই অর্থ। বর্তমানে দুই ভাইয়ের বিরুদ্ধে তারের জালিয়াতি এবং অর্থ পাচার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দুই ভাইয়ের মধ্যে আন্তনকে গ্রেপ্তার করা হয়েছে বোস্টন থেকে আর জেমসকে গ্রেপ্তার করা হয় নিউইয়র্কে। 

/এআই

Exit mobile version