Site icon Jamuna Television

একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ করে দেয়া হবে: আহসান হাবিব

ছবি- সংগৃহীত

ভোলা করেসপনডেন্ট:

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেছেন, ভোট কেন্দ্র গিয়ে কেউ যদি প্রভাব বিস্তার বা সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করে তাহলে সাথে সাথে তাকে গ্রেফতার করা হবে। ওই ব্যক্তি যে-ই হোক না কেন ছাড় দেয়া হবে না।

শুক্রবার (১৭ মে) বিকেলে ভোলা জেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে এসব বলেন তিনি।

ইসি আহসান হাবিব বলেন, কোনো কেন্দ্রে একটি জাল ভোট পড়লেই ওই কেন্দ্র বন্ধ করে দেয়া হবে। ওই কেন্দ্রে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিকদের ওপর হামলা বা ক্যামেরা ভাঙচুর করলে অপরাধীকে দুই থেকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হবে।

/এনকে

Exit mobile version