Site icon Jamuna Television

জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউটন গ্রেফতার

ফাইল ছবি

নারী ক্রীড়াবিদকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনসহ দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব। রাজধানীর শাহ আলী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব-১২’র একটি দল।

র‍্যাব জানিয়েছে, নারীদের ধর্ষণের পর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বারবার ধর্ষণ করা হতো। এ বিষয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আরও জানাবে র‍্যাব।

রফিকুল ইসলাম নিউটনের অপকর্ম নিয়ে গত ১০ মে ‘কুংফু-কারাতে শেখানোর বদলে কেড়ে নিতেন মেয়েদের সম্ভ্রম’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। পরে তার বিরুদ্ধে রাজধানীর শেরে বাংলা নগর থানায় ধর্ষণ মামলা করেন এক তরুণী।

যমুনা টেলিভিশনের প্রতিবেদন প্রকাশের পর গত ১৬ মে স্বতঃপ্রণোদিত হয়ে নিউটনের বিরুদ্ধে অভিযোগ (সুয়োমোটো) গ্রহণ করে জাতীয় মানবাধিকার কমিশন। জরুরি ভিত্তিতে অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে কমিশনে প্রতিবেদন প্রেরণের জন্য সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়।

/এনকে

Exit mobile version