Site icon Jamuna Television

আশুলিয়ায় বাসে যাত্রী তোলা নিয়ে দ্বন্দ্ব, নিহত ১

স্টাফ করেসপনডেন্ট, সাভার:

সাভারের আশুলিয়ায় বাসে যাত্রী তোলাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় বাস কাউন্টারের এক কর্মী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। 

শনিবার (১৮ মে) বিকেলে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকার বাস কাউন্টারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, পরিবহনে যাত্রী তুলা নিয়ে দুইজন তর্কে জড়িয়ে পড়েন। পরে হাতাহাতি শুরু হলে মঞ্জুরুল ইসলাম তার সহকর্মী মানিকের আঘাতে মাটিতে পড়ে যান। এসময় স্থানীয়রা আহত অবস্থায় মঞ্জুরুলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় মানিককে আটক করে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

/এএস 

Exit mobile version