Site icon Jamuna Television

নাটোর জেলা যুবদলের সাবেক সভাপতি বাবুল গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোর জেলা যুবদলের সাবেক সভাপতি বাবুল চৌধুরীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার রাতে শহরের কানাইখালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে সোমবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ডিবি পুলিশ।

নাটোর জেলা বিএনপির সভাপতি এ্যাড.রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, রবিবার রাতে কানাইখালি চাউলপট্টি এলাকা থেকে সাদা পোশাকে ডিবি পুলিশের একটি দল বাবুল চৌধুরীকে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, নাটোর জেলা বিএনপি ও তার অংশ সংগঠনের নেতাকর্মীদের দমন পীড়নের অংশ হিসাবে বাবুলকে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে বাবুল চৌধুরীর মুক্তির দাবি জানান তিনি।

নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান বাবুল চৌধুরীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Exit mobile version