Site icon Jamuna Television

কমতে পারে তাপপ্রবাহ, রয়েছে বৃষ্টির সম্ভাবনা

প্রতীকী ছবি।

দেশের ১০ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আজ রোববার কিছুটা কমতে পারে। এছাড়া, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণ ও দেশের অন্যান্য বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার (১৯ মে) এ তথ্য জানান আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, রোববার সকাল ৬টা পর্যন্ত তেঁতুলিয়ায় ৯০ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

এদিকে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, গোপালগঞ্জ, রাজশাহী, নোয়াখালী, কক্সবাজার, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কিছুটা কমতে পারে।

/আরএইচ

Exit mobile version