Site icon Jamuna Television

কাল নির্বাচন কমিশনে যাবে ঐক্যফ্রন্টের ১০ সদস্যের প্রতিনিধি দল

আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আগামীকাল মঙ্গলবার নির্বাচন কমিশনে যাবে জাতীয় ঐক্যফ্রন্টের ১০ সদস্যের প্রতিনিধি দল।

আওয়ামী লীগের পক্ষ থেকে সংলাপের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়ার পর ঐক্যফ্রন্টের নেতারা তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এর আগে আজ বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ঐক্যফ্রন্টের সাথে সংলাপে বসবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, খুবই শিগগিরই সংলাপের সময় ও স্থান জানানো হবে।

কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসা হবে জানিয়ে আওয়ামী লীগ নেতা বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সংলাপে নেতৃত্ব দেবেন সভানেত্রী শেখ হাসিনা।

জাতীয় ঐক্যফ্রন্টের ১১ দফা কর্মসূচি ও ৭ দফা দাবি মেনে নেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোন দাবি মেনে নেয়া হবে আর কোনটা মেনে নেয়া হবে না আমরা এখন এ বিষয়ে কিছুই বলতে চাইনা, সংলাপে সব বিষয়ে আলোচনা হবে।

গতকাল আওয়ামী লীগের সাথে সংলাপের আগ্রহ প্রকাশে করে দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের কাছে চিঠি দুটি গ্রহণ করে জানিয়েছিলেন, দলের সাধারণ সম্পাদক এ বিষয়ে দলের অবস্থান জানাবেন। এর প্রেক্ষিতেই ওবায়দুল কাদের আজ সংলাপে বসার ঘোষণা দিলেন।

Exit mobile version