Site icon Jamuna Television

উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের আয় বেড়েছে ১৪০ শতাংশ: টিআইবি

২০১৯ সালের তুলনায় এবার উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের আয় বেড়েছে ১৪০ শতাংশ, সম্পদ বেড়েছে ২৩১ শতাংশ, আগের তুলনায় ৩ গুণ হয়েছে কোটিপতি প্রার্থীর সংখ্যা। এমন তথ্য তুলে ধরা হয়েছে টিআইবির সংবাদ সম্মেলনে।

রোববার (১৯ মে) সকালে ২য় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে টিআইবির সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় এসব তথ্য। সম্মেলনে বলা হয়, কোথাও কোথাও সংসদ সদস্যকে সম্পদ বৃদ্ধিতে পেছনে ফেলেছেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানরাও। এবারে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে ৭১ শতাংশ প্রার্থীই ব্যবসায়ী বলে জানায় সংস্থাটি।

টিআইবি তাদের বিশ্লেষণে জনায়, পদে না থাকাদের তুলনায়, থাকাদের আয় ও সম্পদ বেড়েছে অনেক বেশি। ২৫ শতাংশ প্রার্থীর ঋণ রয়েছে।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সংসদের মতো উপজেলা পরিষদ নির্বাচনে একদলীয় প্রভাব রয়েছে। অধিকাংশ প্রার্থী এক দলের। এটাকে সুস্থ্ গণতন্ত্র বলা যায় না। তিনি বলেন, রাজনীতির সাথে সম্পদ বৃদ্ধি সম্পর্কিত সেটা দেখা হেছে যে কারনে সবাই ভোটে জিততে চায়।

এটিএম/

Exit mobile version