Site icon Jamuna Television

মেট্রোরেলে ভ্যাট আরোপের সিদ্ধান্ত ভুল: ওবায়দুল কাদের

মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আরোপ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভুল সিদ্ধান্ত, এটি হতে পারে না এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১৯ মে) মেট্রোরেলের ব্র্যান্ডিং সেমিনারে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে মেট্রোরেলের ওপর কোনো ভ্যাট নেই। তাহলে বাংলাদেশে কেন হবে? এটি করা হলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে। প্রধানমন্ত্রীকে জানানোর পর তিনি বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন।

সেতুমন্ত্রী আরও বলেন, মেট্রোরেল জাতীয় সম্পদ। প্রতিদিন তিন লাখ লোক যাতায়াত করে। এসময় মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানো নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তিনি।

ঢাকার লোকাল বাস ও মালিকদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ঢাকার বাসগুলো জরাজীর্ণ। অথচ সড়কে লেটেস্ট মডেলে গাড়ি চলে। মেয়রদের বলবো ব্যবস্থা নেন। ঢাকায় যেসব বাস চলে, এগুলো দেখলে খুব খারাপ লাগে। আমরা লজ্জা পাচ্ছি, মালিকরা লজ্জা পান না? বলেন, ঢাকা বসবাস অযোগ্য শহর, এটাকে বাসযোগ্য করতে হবে। বুড়িগঙ্গা নদী শেষ, এখন কর্ণফুলিও শেষ বলে মন্তব্য করেন তিনি।

/আরএইচ/এনকে

Exit mobile version