Site icon Jamuna Television

সংলাপের আহ্বানে সরকারের সাড়াকে ইতিবাচক হিসেবে দেখছে ঐক্যফ্রন্ট

জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দেয়ার একদিনের মধ্যে সরকারের পক্ষ থেকে সাড়া পাওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন জোটের নেতারা।

আজ বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ঐক্যফ্রন্টের সাথে সংলাপে বসতে রাজি তার দল। তিনি আরও জানান, খুবই শিগগিরই সংলাপের সময় ও স্থান জানানো হবে।

কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসা হবে জানিয়ে আওয়ামী লীগ নেতা বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সংলাপে নেতৃত্ব দেবেন সভানেত্রী শেখ হাসিনা।

এমন ঘোষণার পর ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় ৭টা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। জোটটির নেতারা বৈঠকে বসেছেন বলে জানা গেছে।

তবে এরই মধ্যে যমুনা টেলিভিশনের সন্ধ্যাকালীণ টকশো ‘রাজনীতি’-তে অংশ নিয়ে ঐক্যফ্রন্ট নেতা সুলতান মুহাম্মদ মুনসুর বলেছেন, সরকারের সাড়াকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। তবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জোট নেতাদের বৈঠক শেষে ব্যক্ত করা হবে বলেও তিনি জানান।

Exit mobile version