Site icon Jamuna Television

রোমানিয়ার উপকুলে কার্গো জাহাজ ডুবি, ৩ নাবিক নিখোঁজ

রোমানিয়ার উপকূলে ডুবে যাওয়া কার্গো জাহাজের তিন সিরীয় নাবিকের খোঁজে কৃষ্ণ সাগরে অভিযান চালাচ্ছে দেশটির নৌবাহিনী। শনিবার (১৮ মে) সকালে ‘মোহাম্মদ জেড’ নামের জাহাজটি রোমানিয়ার উপকূলে তলিয়ে যায়। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রোমানিয়ান শহর সান্তু জর্জে থেকে ২৬ নটিক্যাল মাইল দূরে ডুবেছে জাহাজটি। ১১ নাবিকের আটজনকে এরইমধ্যে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে দেশটির নৌবাহিনী।

কর্তৃপক্ষ জানায়, এখনও জানা যায়নি জাহাজটির ডুবে যাওয়ার কারণ। তবে ধারণা করা হচ্ছে, সি মাইনের আঘাতে ঘটেছে এই ঘটনা। রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই কৃষ্ণ সাগর হয়ে উঠেছে অন্যতম রণক্ষেত্র। দুই দেশই অসংখ্য সি মাইনের ফাঁদ পেতেছে সমুদ্রটির তলদেশে।

/এএম

Exit mobile version