Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ার মাউন্ট ইবুতে অগ্ন্যুৎপাত, খালি করা হলো ৭ গ্রাম

ছবি: ইপিএ

সক্রিয় হয়ে উঠলো ইন্দোনেশিয়ার মাউন্ট ইবু আগ্নেয়গিরি। আশপাশের ৭টি গ্রাম থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। রোববার (১৯ মে) এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার (১৮ মে) সন্ধ্যায় লাভা উদগীরণ শুরু করে গিরিটি। গিরির জ্বালামুখ থেকে ৪ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছড়াচ্ছে ছাই। আশপাশের বেশ কয়েকটি শহরে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ইন্দোনেশিয়া পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে শুরু করেছে উদ্ধারকাজ। বিপজ্জনক এলাকা থেকে সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে মাউন্ট ইবুতে একাধিকবার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। তবে তাতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সে সময় এলাকার বাসিন্দাদের মুখে মুখোশ ও চোখে চশমা পরে বাড়ির বাইরে বেরোনোর নির্দেশ দেয় প্রশাসন।

/এএম

Exit mobile version