Site icon Jamuna Television

বিশ্বের সবচেয়ে ছোট নারীকে এক হাতে তুলে দেখালেন গ্রেট খালি

ভারতের বিখ্যাত দ্য গ্রেট খালিকে অনেকেই চেনেন। কেউ রেসলার হিসেবে আবার কেউ বিগ বসের মাধ্যমে। সম্প্রতি বিশ্বের সবচেয়ে ছোট নারীর সাথে করেছেন এই বিখ্যাত ব্যক্তি। শুধু তাই নয়, এক হাতে তুলে দেখিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।

গণমাধ্যমে তিনি খালি হিসেবে পরিচিত হলেও তার আসল নাম দালিপ সিং রানা। আর ভিডিওর ওই নারীর নাম জ্যোতি আমগে।

ভিডিওটি দেখতে লিঙ্কে ক্লিক করুন

দুইজনকে এক ভিডিতে এক সাথে দেখে নেটিজেনরা অনেকেই অবাক হয়েছেন। এতে দুইজন মানুষের শারীরিক গঠনের পার্থক্য খুব স্পষ্টভাবে বোঝা যায়।

ভিডিওতে খালি জ্যোতিকে এক হাতে তুলে, কখনও তুলেছেন আর নামাচ্ছেন। আর জ্যোতি এতে খিল খিল করে হাসছেন। ভিডিওটি ইনস্টাগ্রামে প্রায় ৯২ মিলিয়ন মানুষ দেখেছে এবং প্রায় ২ মিলিয়নের ওপর লাইক পেয়েছে।

এটিএম/

Exit mobile version