Site icon Jamuna Television

থমথমে পরিস্থিতি কিরগিজস্তানে

দাঙ্গা-সহিংসতার পর এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে কিরগিজস্তানের। তবে নতুন করে আর কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। রাজধানী বিশকেকে সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী।

রোববার (১৯ মে) ঘর থেকে বেরও হয়েছে প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ। আতঙ্কিত প্রবাসীদের আশ্বস্ত করার চেষ্টা করছে কিরগিজস্তান সরকার। তাদের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে অনেকেই দেশে ফিরে আসছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৭ মে) স্থানীয়দের সাথে কয়েকজন বিদেশির সংঘাতের জেরে ব্যাপক সহিংসতা ছড়ায় রাজধানী বিশকেকে। রাতভর হামলার শিকার হন বিদেশিরা। মেসে ঢুকে মারধর করা হয় শিক্ষার্থী ও শ্রমিকদের। হামলার শিকার হন বাংলাদেশি প্রবাসীরাও। রাতভর সহিংসতায় বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

দেশটিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের পাঠানো বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশি শিক্ষার্থীসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ১৫-২০ জনের গ্রুপ করে একটি রুমের মধ্যে লুকিয়ে রয়েছেন। সেখানে এক ব্যক্তিকে নির্দয়ভাবে পেটানো হচ্ছে।

/এএম

Exit mobile version