Site icon Jamuna Television

রিকশাচালক-পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ পথচারী

মিরপুর কালশীতে ট্রাফিক পুলিশের বক্সে আগুন। ছবি: সংগৃহীত

মেডিকেল প্রতিবেদক:

রাজধানীর মিরপুরের কালশীতে অটোরিকশা চালক ও পুলিশের সংঘর্ষে রাবার বুলেটে সাগর মিয়া (২৩) নামে এক পথচারী আহত হয়েছেন। তিনি একটি দরজির দোকানে কাজ করেন।

আজ রোববার (১৯ মে) বিকেল ৪টার দিকে কালশী মোড়ে এই গুলির ঘটনা ঘটে। আহত সাগরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রাকিবুল ইসলাম জানান, তাদের বাসা মিরপুর ১১ নম্বর, বাউনিয়াবাদ এলাকায়। এলাকাতে একটি টেইলার্সে কাজ করেন সাগর। তারা দুজন আজ সকালে একটি কাজে উত্তরায় গিয়েছিলেন। বিকেলে সেখান থেকে মিরপুরের বাসায় ফিরছিলেন। পথে কালশী মোড়ে এসে দেখেন, পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ হচ্ছে। তখন সেই সংঘর্ষের মাঝে পড়ে গেলে পুলিশের বেশ কয়েকটি গুলি সাগরের গলায় ও বুকে এসে লাগে।

গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে গেলে তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, সাগর নামে ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

/এএম

Exit mobile version