Site icon Jamuna Television

দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্ট রইসিকে বহনকারী হেলিকপ্টার

ফাইল ছবি

দুর্ঘটনার কবলে পড়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টার। রোববার (১৯ মে) আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা। তবে প্রেসিডেন্ট রইসি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সংবাদমাধ্যম এপি জানিয়েছে, প্রেসিডেন্ট রইসির সাথে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুলাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নরও ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরই সেখানে পৌঁছায় উদ্ধারকর্মীরা। তবে তীব্র ‍বৃষ্টি ও বাজে আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়।

ইব্রাহিম রইসি একটি বাঁধ উদ্বোধনের জন্য আজারবাইজান গিয়েছিলেন। এসময় বহরে আরও ৩টি হেলিকপ্টার ছিল বলে সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

/এনকে

Exit mobile version