Site icon Jamuna Television

রিটার্নিং অফিসগুলোতে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

আগামীকাল অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোট। এরইমধ্যে রিটার্নিং অফিসগুলোতে ব্যালট বক্সসহ নির্বাচনী সকল সরঞ্জাম পৌঁছে গেছে।

সোমবার (২০ মে) সকাল ১১টা থেকে কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করা হবে এই সরঞ্জামাদি। ২১ মে ১৫৭টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। ভোট হবে ইভিএম আর ব্যালটে। আর প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে।

নির্বাচন সুষ্ঠু করতে ভোটের পরের দু’দিন অর্থাৎ ২৩ মে পর্যন্ত মাঠে থাকবেন ম্যাজিস্ট্রেট। শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

এটিএম/

Exit mobile version