Site icon Jamuna Television

রাফাহ ছেড়েছে ৮ লাখ ফিলিস্তিনি

গাজার দক্ষিণাংশের রাফাহ শহরে ৬ মে নতুন করে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রাণ বাঁচাতে তাই শহরটি ছাড়ছেন ৮ লাখ ফিলিস্তিনি। মাত্র দুই সপ্তাহে নিজেদের শেষ আশ্রয়স্থলটুকুও হারালেন তারা। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইউএনআরডব্লিউর প্রধান ফিলিপ লাজারিনি এক বিবৃতিতে বলেন, গত আট মাসে গাজাবাসীর দফায় দফায় বাস্তুচ্যুতির সমালোচনা করে তিনি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে বারবার বাস্তুচ্যুত হয়েছেন গাজার বাসিন্দারা। নিরাপদ আশ্রয়ের খোঁজে বারবার পালাতে বাধ্য হয়েছেন তারা।

এদিকে, গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে গতকাল রোববার ভোরে বিমান হামলা চালিয়ে ৩১ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সিভিল ডিফেন্সের কর্মীরা ৩১ জনকে শহীদ অবস্থায় পেয়েছে। এছাড়াও ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

/এআই

Exit mobile version