Site icon Jamuna Television

আড়াইহাজারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে একটি শুটার গান ও বিভিন্ন দেশীয় অস্ত্র।

গতকাল রাতে আড়াইহাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাবের একটি দল। সোমবার (২০ মে) সকালে সংবাদ সম্মেলনে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, গ্রেফতারকৃত আব্দুল্লাহর নেতৃত্বে কয়েকজনের একটি দল গত ১৫ মে রাতে একটি বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় মালামাল লুট করে ওই বাড়ির এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা।

র‍্যাব জানায়, চক্রটি রিকশা-সিএনজি চালানোর আড়ালে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিলো। চক্রের বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

/এমএইচ

Exit mobile version