Site icon Jamuna Television

সৌদি বাদশাহ সালমানের ফুসফুসে সংক্রমণ

সৌদি আরবের বাদশাহ সালমানের ফুসফুস সংক্রমিত হয়েছে। অ্যান্টিবায়োটিকের মাধ্যমে তাকে চিকিৎসা দেয়া হবে বলে আজ সোমবার (২০ মে) সকালে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি।

জ্বর ও শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথায় ভুগলে গতকাল রোববার লোহিত সাগরের তীরে অবস্থিত বন্দরনগরী জেদ্দার আল সালাম প্যালেসের রয়্যাল ক্লিনিকে যান তিনি। এরপর তার নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বাদশাহ সালমানের ফুসফুসে সংক্রমণ পাওয়া গেছে। মেডিকেল টিম সিদ্ধান্ত নিয়েছে যে তার সংক্রমণ দূর না হওয়া পর্যন্ত অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দেয়া হবে।

তার অসুস্থতা ও চিকিৎসার বিষয়ে এর বেশি তথ্য দেয়া হয়নি প্রতিবেদনে। এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো সৌদি বাদশাহ সালমানকে হাসপাতালে নেয়া হয়েছে। গত মাসে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে বাদশাহকে কিং ফয়সাল বিশেষজ্ঞ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ওই দিনই হাসপাতাল থেকে প্রাসাদে ফেরেন তিনি।

৮৮ বছর বয়সী সালমান ২০১৫ সাল থেকে সৌদি সিংহাসনে রয়েছেন। তার ছেলে মোহাম্মদ বিন সালমানকে ২০১৭ সালের জুনে সিংহাসনের পরবর্তী উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়। মূলত এরপর থেকে তিনিই সৌদির কার্যত নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন।

/এমএন

Exit mobile version