Site icon Jamuna Television

ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে আলী বাঘেরি কানিকে। দেশটির প্রেসিডেন্টের সাথে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের স্থলাভিষিক্ত হলেন তিনি। খবর, আল জাজিরা।

জানা যায়, ইরানের মন্ত্রীসভা দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানিকে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পূর্ণমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি ২০২১ সালের সেপ্টেম্বর থেকে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত কানি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি ছিলেন।

উল্লেখ্য, ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ মোখবেরকে। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, কোনো রকম বিঘ্ন ছাড়াই প্রেসিডেন্ট রইসির দেখানো পথ অনুসরণ করে দায়িত্ব পালন করা হবে।

/এমএইচআর

Exit mobile version