Site icon Jamuna Television

গাজীপুরে জাল টাকাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরের গাছা এলাকা থেকে জাল টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ মে) দিবাগত রাত দেড়টার দিকে মহানগরীর গাছার উত্তর খাইলকুর এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার বিকেলে তিনটায় টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, ভোলা জেলার বোরহান উদ্দিন থানার পক্ষিয়া গ্রামের শিবলু (৩৯) ও কুমিল্লা জেলার বুড়িচং থানার ছয়গ্রাম এলাকার রাকিবুল হাসান (২৭)। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ৯২ হাজার টাকার মূল্যমানের জাল নোট জব্দ করা হয়। ঘটনায় জড়িত থাকায় শিবলুর স্ত্রী মিনারা ও তাদের অপর এক সহযোগী আনিসকে একই মামলায় আসামি করে মোট চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

জানা যায়, রোববার রাতে উত্তর খাইলকুর এলাকার একটি ছয়তলা বাড়ির চারতলার একটি কক্ষে জাল নোট বেচাকেনার তথ্য পায় পুলিশ। পরে ওই ভবনে অভিযান চালালে জাল নোটসহ একাধিক সরঞ্জাম উদ্ধার করে তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের বাজারে জাল নোটগুলো ছড়িয়ে দেবার পরিকল্পনা ছিলো তাদের।

/এমএইচআর

Exit mobile version