Site icon Jamuna Television

বাংলাদেশ ব্যাংকে প্রবেশে ‘নিষেধাজ্ঞা’: প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

২০২৪-২৫ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে পেশের আগেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে ‘নিষেধাজ্ঞা’ প্রত্যাহারের দাবি জানিয়েছে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। এই সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সভাপতি রেফায়েত উল্লাহ মৃধা।

আজ সোমবার (২০ মে) রাজধানীর পুরান পল্ট‌নে ইআরএফ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা দেয় ইআরএফ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ও মুখপাত্রের অনুষ্ঠানও বর্জন করার কথা জানানো হয়।

এতে বলা হয়, সরকার অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার কথা বলছে। অথচ বাংলাদেশ ব্যাংকের অবস্থান এর সাথে সাংঘর্ষিক। কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ায় গুজবের ডালাপালা মেলার আশঙ্কা তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে বড় কোনো দুর্ঘটনা ঘটেছে কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে। হঠাৎ করে তথ্যপ্রবাহ বন্ধ করায় ভুল তথ্য ও অর্ধসত্য তথ্য ছড়িয়ে পড়তে পারে।

/এমএন

Exit mobile version