Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ৫ হাজার দুশ’ সেনাসদস্য প্রেরণ ট্রাম্পের

অভিবাসনপ্রার্থীদের ঢল মোকাবেলায় যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ৫ হাজার দুশ’ সেনাসদস্য পাঠালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার, নর্দান কমান্ডের প্রধান জেনারেল টেরেন্স ও’সগনেসি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এরইমাঝে টেক্সাস সীমান্তে পৌঁছেছেন ৮শ’র বেশি সশস্ত্র সেনা। ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনা সীমান্তের দিকে এগুচ্ছেন বাকিরা। কিন্তু, সীমান্তে পুলিশ থাকার পরও অভিবাসনপ্রার্থীদের মোকাবেলায় সশস্ত্র সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকারর সংগঠনগুলো।

নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে আবারও জাতীয়তাবাদী কৌশল প্রয়োগ করলেন প্রেসিডেন্ট। তার দাবি, সীমান্ত সুরক্ষাই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার মূলমন্ত্র। সেপ্টেম্বর থেকে, উন্নত জীবন, চাকরির খোঁজে মধ্য আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাড়ি জমাচ্ছেন লাখো মানুষ। কিন্তু, মেক্সিকো সীমান্ত পর্যন্ত পৌঁছানোর পর তাদের রুখে দিয়েছে নিরাপত্তা বাহিনী।

Exit mobile version