Site icon Jamuna Television

ছেলের মা হলেন ইয়ামি গৌতম

পুত্র সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। জানা গেছে, গতকাল ২০ মে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। ছেলের নাম বেদাবিদ রেখেছেন ইয়ামি ও তার স্বামী আদিত্য ধর।

‘আর্টিকল-৩৭০’ সিনেমার প্রচারের সময়ই ইয়ামির মা হতে হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। বেবি বাম্প নিয়েই সিনেমার প্রচার সম্পন্ন করেন অভিনেত্রী। পাশে ছিলেন নির্মাতা স্বামী।

এরপরই লেখেন, বাবা-মা হিসেবে নতুন এ যাত্রায় আমরা আমাদের ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমাদের আশা ও বিশ্বাস, পরিবারের পাশাপাশি ও এই সুন্দর দেশেরও গর্ব হয়ে উঠবে।

আয়ুশমান খুরানার সঙ্গে ‘ভিকি ডোনর’ সিনেমার মাধ্যমে বলিউডে নিজের পথচলা শুরু করেন ইয়ামি। তারপর একাধিক হিন্দি, তামিল, তেলেগু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এটিএম/

Exit mobile version