Site icon Jamuna Television

রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দিতে ভোট দিতে এসে ব্যক্তির মৃত্যু

রাজবাড়ী করেসপনডেন্ট:

রাজবাড়ী বা‌লিয়াকা‌ন্দি‌র নবাবপুরে বড়ই চারা সরকারী প্রাথম‌কি বিদ্যালয়ে ভোট দিতে এসে ইউসুফ মন্ডল (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ১০টার দি‌কে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ মন্ডল নবাবপু‌রের চরদ‌ক্ষিণ বাড়ীর হানু মন্ডলের ছেলে।

ভোট কেন্দ্রের ইনচার্জ এএসআই আব্দুর রহমান বলেন, ভোট দিতে এসে হঠাৎ মাঠে অসুস্থ হয়ে পড়েন ইউসুফ মন্ডল। পরে স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নেয়ার পর তার মারা যাওয়ার খবর পেয়েছেন বলেও জানান তিনি।

স্থানীয় মোতালেব মিয়া জানান, ইউসুফ মন্ডল ডায়াবে‌টিসসহ বি‌ভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ভোট দিতে এসে স্ট্রোক করে মারা যান বলেও জানান তিনি।

জানা‌ গেছে, এই কেন্দ্রে ভোটার রয়েছেন ৩ হাজার ৪৯০ জন। নির্বাচনে ২ জন চেয়ারম্যান, ৬ জন ভাইস ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন।

/এএস

Exit mobile version