Site icon Jamuna Television

মাগুরায় বাড়ির উঠান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

ফাইল ছবি

মাগুরায় নিজ বাড়ির উঠান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) সকালে সদর উপজেলার বড়খড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম হাফিজার লস্কর। তার বাড়ি বড়খড়ি গ্রামেই।

পুলিশ জানায়, সকালে বাড়ির লোকজন উঠানে হাফিজার লস্করের মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ধারণা করা হচ্ছে, পরকীয়া সম্পর্কের জেরে তাকে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০শয্যা হাসপাতালে পাঠিয়েছে।

/এনকে

Exit mobile version