Site icon Jamuna Television

ময়মনসিংহে গর্ত থেকে দুই শিশু ও নারীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি জমির গর্ত থেকে দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কয়েকদিন আগে তাদেরকে হত্যা করে ওই গর্তে পুঁতে রাখা হয়েছে বলে ধারণা পুলিশের।

মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার কাকচর নয়াপাড়া এলাকার বাসিন্দারা একটি পতিত জমিতে মরদেহের খন্ডাংশ নিয়ে শেয়ালকে টানাটানি করতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে এলাকার বাসিন্দারা ছাড়াও আশপাশের এলাকা থেকে উৎসুক জনতা ভিড় করেছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামীম হোসেন জানান, মরদেহগুলোর আঙুল না থাকা ও ক্ষতবিক্ষত হওয়ার কারণে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

/আরএইচ

Exit mobile version