Site icon Jamuna Television

অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন করতে হবে: প্রধান বিচারপতি

ফাইল ছবি।

‘কিশোর গ্যাং’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বললেন, অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন ওপর জোর দিতে হবে।

মঙ্গলবার (২১ মে) একটি হত্যা মামলার আপিল শুনানির সময় এ মন্তব্য করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

প্রধান বিচারপতি বলেন, আগের সেই সামাজিক অবস্থা বর্তমানে নেই। সমাজে অপরাধের ধরণ পাল্টে গেছে। তাই অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন করতে হবে।

এ সময় ‘কিশোর গ্যাং’ প্রসঙ্গ টেনে ওবায়দুল হাসান বলেন, গণমাধ্যমে সমাজে বেপরোয়া ‘কিশোর গ্যাং’ নিয়ে খবর প্রচার হয়েছে। এক্ষেত্রে শিশুকে শিশু বললেই হবে না। একসময় তারাই অপরাধে জড়ায়।

/আরএইচ

Exit mobile version