Site icon Jamuna Television

মৌসুম শেষে ফুটবল থেকে অবসরে যাচ্ছেন টনি ক্রুস

চলতি মৌসুম শেষে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। আসন্ন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল দিয়ে বিদায় নেবেন রিয়াল মাদ্রিদ থেকেও। মঙ্গলবার (২২ মে) এক প্রতিবেদনে গোলডটকম এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রিয়াল মাদ্রিদের সঙ্গে চলতি মৌসুমে তার চুক্তি শেষ হচ্ছে। ওই চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে দুই পক্ষ। টনি ক্রুস আগেই জানিয়ে রেখেছিলেন, রিয়াল মাদ্রিদের পর নতুন করে কোন ক্লাবের সঙ্গে চুক্তিবন্ধ হবেন না তিনি। 

এটাই তাই পেশাদার ফুটবলে তার শেষ মৌসুম। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে অবশ্য আরও এক মৌসুম চুক্তি নবায়নের প্রস্তাব ছিল। তবে লুকা মডরিচের মতো আগামী মৌসুমে তাকেও বেঞ্চে বসার সম্ভাবনা ছিল। টনি তা চান না বলেই চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন। 

উল্লেখ্য, ২০১৪ সালে রিয়ালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন এই জার্মান সুপারস্টার। ১০ বছর পরে ওই যাত্রার সমাপ্তি ঘটছে।

/এআই

Exit mobile version