Site icon Jamuna Television

বুদ্ধ পূর্ণিমা আজ

ছবি: সংগৃহীত।

শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। তাই, দিনটিকে সাড়ম্বরে উদযাপনে দিনব্যাপী আছে নানা আয়োজন।

‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের শুভজন্মকেই বিশ্বের বৌদ্ধ সম্প্রদায় দিনটিকে বুদ্ধপূর্ণিমা হিসেবে পালন করে।

বৌদ্ধ ধর্ম মতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে আবির্ভূত হয়েছিলেন গৌতম বুদ্ধ। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ হয় বৈশাখী পূর্ণিমার দিনে। তাই বৈশাখী পূর্ণিমার আরেক নাম দেয়া হয় ‘বুদ্ধ পূর্ণিমা’।

ঢাকাসহ সারা দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা শ্রদ্ধা এবং ধর্মীয় ভাব-গাম্ভির্য্যের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবেন।উৎসব ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তবে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। কেউ যাতে কোনো প্রকার নাশকতা করতে না পারে, সে জন্য ডিএমপির সব অফিসার ও ফোর্স সর্বদা সতর্ক থাকবে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version