Site icon Jamuna Television

র‍্যাশফোর্ড-হেন্ডারসনকে ছাড়াই ইউরোর প্রাথমিক দল ঘোষণা ইংল্যান্ডের

ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য ৩৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে সুযোগ পাননি ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস র‍্যাশফোর্ড, সাবেক অধিনায়ক জর্ডান হেন্ডারসন, চেলসির রাহিম স্টার্লিং,রিস জেমস, বেন চিলওয়েল, ডর্টমুন্ডের জেডন সাঞ্চোসহ আরও কিছু পরিচিত মুখ। এই ফুটবলারদের কেউ চোটের কারণে, আবার কেউ বাদ পড়েছেন বাজে পারফরম্যান্সের কারণে।

ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর শুরু হওয়ার আগে কোচ গ্যারেথ সাউথগেটের ঘোষিত ৩৩ সদস্য থেকে ২৬ জনে নেমে আসবে দলটি। আগামী ৭ জুনের মধ্যে নির্বাচিত ২৬ জনের ওই দল ঘোষণা করতে হবে থ্রি লায়ন্সদের। তারা প্রস্তুতি গ্রহণ করবে বসনিয়া ও হার্জেগোভিনা ও আইসল্যান্ডের বিপক্ষে।

দল ঘোষণার সময় সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে র‍্যাশফোর্ডের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করে সাউথগেট। তিনি বলেন, আমার মনে হয়েছে, একই পজিশনে অন্য খেলোয়াড়েরা তার চেয়ে ভালো মৌসুম কাটিয়েছে। এটাই কারণ। হেন্ডারসনকে স্কোয়াডের বাইরে রাখা আমার জন্য কঠিন ছিল। সে সব সময় সাহায্য করেছে। শেষ ক্যাম্পে তার চোটে পড়াটা সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।

সাউথগেটের দল থেকে বাদ পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানিয়েছেন র‍্যাশফোর্ড। স্কোয়াডের স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেছেন, গ্যারেথ এবং খেলোয়াড়দের টুর্নামেন্টের জন্য শুভকামনা।

ইউরোর আগে শেষ দুটি প্রীতি ম্যাচে আগামী ৩ জুন নিউক্যাসলে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ও এর চার দিন পর ওয়েম্বলিতে আইসল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। আর ১৬ জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের অভিযান শুরু করবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

এক নজরে ইংল্যান্ডের স্কোয়াড:

গোলরক্ষকঃ ডিন হেন্ডারসন, জর্ডান পিকফোর্ড, অ্যারন রামসডেল, জেমস ট্রাফোর্ড।

ডিফেন্ডারঃ জ্যারড ব্রান্থওয়েট, লুইস ডাংক, জো গোমেজ, মার্ক গুয়েহি, এজরি কনসা, লুক শ, হ্যারি ম্যাগুয়ের, জ্যারেল কোয়ানসা, জন স্টোনস, কাইরন ট্রিপিয়ের, কাইল ওয়াকার।

মিডফিল্ডারঃ ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড, কনর গ্যালাঘার, কার্টিস জোন্স, কোবি মাইনু, ডেকলান রাইস, অ্যাডাম হোয়ার্টন।

ফরোয়ার্ডঃ জুড বেলিংহ্যাম, জ্যারেড বাওয়েন, এবারেচি এজে, ফিল ফোডেন, জ্যাক গ্রিলিশ, অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন, জেমস ম্যাডিসন, কোল পালমার, বুকায়ো সাকা, ইভান টনি, ওলি ওয়াটকিন্স।

/আরআইএম

Exit mobile version