Site icon Jamuna Television

বুদ্ধের আদর্শ অনুকরণ করলে রক্তপাত-হানাহানি হতো না: রিজভী

ফাইল ছবি।

বুদ্ধের আদর্শ অনুকরণ করলে বিশ্বজুড়ে রক্তপাত-হানাহানি হতো না। বুদ্ধের বাণী সর্বজনীন, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২২ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে শান্তি শোভাযাত্রা শেষে এসব কথা বলেন তিনি। এ সময় রিজভী বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা লুট করে পাচার করেছে। জোর করে ক্ষমতায় আছে সরকার।

মানুষের ভোটাধিকার হরণ করে, সরকার কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। গণতন্ত্রকামী মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করছে উল্লেখ করে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে সাধারণ মানুষ। স্বৈরাচারী সরকার পতনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এটিএম/

Exit mobile version