Site icon Jamuna Television

প্রেমিকের টানে রাজপরিবার ছাড়লেন জাপানের রাজকন্যা

ভালোবাসার জন্য রাজপরিবার ও সকল সুযোগ সুবিধা ত্যাগ করে জাপানি রাজকন্যা আয়াকো বিয়ে সম্পন্ন করেছেন। কেই মোরিয়াকে বিয়ে করতেই তাকে এই ত্যাগ করতে হলো। সোমবার জাপানি প্রথাগত নিয়ম ও আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।

আয়াকোর স্বামী কেই মোরিয়া একজন সাধারণ নাগরিক। জাপানি রীতি অনুযায়ী রাজপরিবারের কোনো সদস্য রাজপরিবারের বাইরের কোনো সাধারণ নাগরিককে বিয়ে করতে পারেন না। আর করতে হলে সমস্ত রাজ সম্মান ত্যাগ করতে হয়।

এ কারণেই রাজপরিবারের প্রথা অনুযায়ী রাজকীয় সম্মান বিসর্জন দিয়ে কেই মোরিয়াকে বিয়ে করতে হয়েছে আয়াকোকে।

সম্রাট আকিহিতোর নাতনি ২৮ বছর বয়সী আয়াকোর সাথে কেই মোরিয়ার বিয়ে হয়। ৩২ বছর বয়সী কেই মোরিয়া নিপ্পন ইউসেন নামক একটি শিপিং কোম্পানিতে চাকরি করেন।

একসাথে পড়াশোনা করার সুবাদে ২০১২ সালে তাঁদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সময় তাঁরা টোকিওতে ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে একসাথে পড়তেন।

Exit mobile version