Site icon Jamuna Television

চাকরি ছাড়লেন ৪ এএসপি

বিসিএস পুলিশ ক্যাডারের ৪০তম ব্যাচের চারজন সহকারী পুলিশ সুপার (এএসপি) চাকরি ছেড়েছেন। তারা শিক্ষানবিশ হিসেবে রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত ছিলেন।

গত ১৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তবে এতে চার কর্মকর্তার চাকরি ছাড়ার কোনো কারণ জানানো হয়নি। প্রজ্ঞাপনটি মঙ্গলবার (২১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

ওই চার এএসপি হলেন, মো. মেহেদী হাছান পাটোয়ারী, মো. ঝন্টু আলী, তাসওয়ার তানজামুল হক ও আমিনুল ইসলাম। গত ২৭ এপ্রিল তাদেরকে অব্যাহতি দেয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, চার পুলিশ কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হলো।

এটিএম/

Exit mobile version