Site icon Jamuna Television

বাদশাহ সালমান সুস্থ আছেন: সৌদি যুবরাজ

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সুস্থ আছেন বলে জানিয়েছে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার (২২ মে) এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন যুবরাজ সালমান। খবর আল-আরাবিয়া।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, বাদশাহ’র স্বাস্থ্য সম্পর্কে যারা জিজ্ঞাসা করেছেন, তাদের সকলের কাছে তিনি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে, গত রোববার বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তার চিকিৎসকদের অনুরোধে উচ্চ রক্তচাপ ও জয়েন্টের ব্যথার পরীক্ষা করাতে হাসপাতালে ভর্তি হচ্ছেন। মূলত, বাদশাহ ফয়সাল ফুসফুসের সংক্রমণ চিকিৎসার অংশ হিসেবে অ্যান্টিবায়োটিক থেরাপি নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

/এআই

 

Exit mobile version